দেশের সবচেয়ে ছোট্ট পাখি ফুলঝুরি
আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ফাইল ছবি
আমাদের দেশের সবচেয়ে ছোট পাখির নাম কি প্রশ্ন করলে জানি অনেকেই উত্তর দিতে পারবে না। অনেকেই হয়তো পাখিটিকে দেখেছে। কিন্তু নাম জানে না। তবে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পাখির নাম হয়তো সকলেরই জানা।
কিউবার পাখি হামিংবার্ড সারা পৃথিবার সবচেয়ে ক্ষুদ্রতম পাখি। রঙ ঝলমলে অদ্ভুত সুন্দর এই পাখটির আকৃতি মাত্র ৪.৯ সেন্টিমিটার। পাখিটি এতো ক্ষুদ্র যে সহজেই একে হাতের মুঠোয় ভরে ফেলা যায়।
আর বাংলাদেশের সবচেয়ে ছোট্ট পাখি হলো ফুলঝুরি। আমাদের ফুলঝুরিও বেশ রূপবতি পাখি। সুন্দর, মিষ্টি গানের গলা, সাহসী এবং কিছুটা লাজুক স্বভাবের এই পাখিটি আমাদের দেশে এখনো প্রচুর পরিমাণে রয়েছে। রাজধানী ঢাকাতেও দেখা যায় ব্যাপকহারে। তবে পাখিটি আকারে অনেক ছোট হওয়ার কারণে খুব একটা নজরে পড়ে না। গাছের ডালে ডালে সারাক্ষণ চিক্ চিক্ শব্দে চঞ্চলভাবে উড়ে উড়ে ঘুরে বেড়ায় ওরা।
খুবই অস্থির স্বভাবের পাখি ফুলঝুরি। চুপ করে যেন বসতেই পারে না। ওড়ার সময় কিংবা গাছপালার ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়ানোর সময় ফুলঝুরি চিক্ চিক্ করে একটানা ডেকে যায়। মাঝে মাঝে ক্ষীণ স্বরে ওদেরকে গান গাইতেও শোনা যায়। ওদের গানের গলা টুনটুনি বা দোয়েলের মতো অতো তীব্র না হলেও বেশ মিষ্টি।
এই পাখিটি বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলংকায় দেখা যায়।বাংলাদেশে ফুলঝুরির ৮টি প্রজাতির মধ্যে জলপাই সবুজ ফুলঝুরি (মেটেঠোঁট ফুলঝুরি) ও লালপিঠ ফুলঝুরি (Scarlet-backed Flowerpecker) এই প্রজাতি দুটিই বেশি চোখে পড়ে। এছাড়াও অন্য এক প্রজাতির ফুলঝুড়ি আমাদের প্রকৃতিতে ঘুরে বেড়ায়। ওর নাম আগুনবুক ফুলঝুরি। এই প্রজাতিটির দেখা পাওয়া খুবই কঠিন।
ফুলঝুরির ইংরেজি নাম TICKEU’S FLOWER PECKER। বৈজ্ঞানিক নাম Dicaeum emrythrorhynchos। ফুলঝুরিকে প্রথমে দেখে টুনটুনি বলে ভুল হয়। কিন্তু আকৃতিতে এই পাখি টুনটুনির চেয়েও ছোট। আর ফুলঝুরির লেজ টুনটুনির মতো ওপরের দিকে উঁচু করা থাকে না। থাকে শরীরের সঙ্গে সমান্তরালভাবে নিচের দিকে নামানো।
জলপাই সবুজ ফুলঝুরির (মেটেঠোঁট ফুলঝুরি) কপাল ডানা ও পিঠের ওপরের পালকের রঙ জলপাই বাদামি থেকে হালকা জলপাই। ডানার অগ্রভাগে অস্পষ্ট কালচে ভাব রয়েছে। বুকের দিকের রঙ ধূসর সাদা। চঞ্চু খাটো, পাতলা, খুব শক্ত এবং নিন্মমুখী। চঞ্চুর রঙ মাংসের রঙের মতো। কখনো কখনো হালকা হলুদ হতেও দেখা যায়। লেজ ছোট, নিচের দিকের তলের অংশ কালো। ওদের শরীরের মাপ ৮ সেন্টিমিটার। স্ত্রী-পুরুষ ফুলঝুরি দেখতে একই রকম।
ওদের প্রিয় খাবার নানা রকম ফল ও ফুলের মধু। তবে বিভিন্ন রকম ক্ষুদ্র কিট-পতঙ্গও ওরা খেয়ে থাকে। গেরস্থের বাগানের ফল গাছে হামলা করতে ওস্তাদ এই ফুলঝুরি। পাকা পেঁপে বা ওই জাতীয় ফল খেতে খেতে ছোট্ট শরীরসুদ্ধ ফলের ভেতর ঢুকে পড়ে ওরা। ফুলঝুরি খাওয়ার ব্যাপারে বেশ পেটুক।
গ্রীস্মকাল ওদের প্রজননে সময়। এ সময় বেশ উঁচুতে গাছের ডালে ছোট থলির মতো ঝুলন্ত বাসা বানায়। বাসার স্থান নির্বাচন সাহেব-বিবি মিলে করলেও বাসা তৈরি করা ও ডিমে তা দেয়ার দায়িত্ব বিবির একাই। তবে বাচ্চাদেরকে দুজনে মিলেমিশেই খাওয়ায়। ওদের ডিমের সংখ্যা ২টি এবং রঙ একদম সাদা।
আমাদের দেশে ফুলঝুরিকে বেশ কয়েকটি নামে ডাকা হয়। কেউ কেউ ওকে ফুলচুষি বলে। আবার কোনো কোনো অঞ্চলে ওকে মধুচুষিও বলা হয়।
লেখক : আহবায়ক, বাংলাদেশ বার্ড ওয়াচার সোসাইটি।
- এন্টিবায়োটিক উপকারী ব্যাকটেরিয়াও ধ্বংস করে: মৎস্য উপদেষ্টা
- ১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানি করা হচ্ছে
- পদত্যাগ করেছেন হাইকোর্টের তিন বিচারপতি
- রাজধানীতে তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ
- শীতে শক্তি বাড়াতে বয়স্কদের কী কী খাওয়াবেন
- যে ১০ লক্ষণে ডায়াবেটিস রোগের পরীক্ষা করাতে হবে
- মুনমুন সেনের স্বামীর মৃত্যু, শোকস্তব্ধ কন্যা রাইমা ও রিয়া
- অ্যানড্রয়েডে ফিঙ্গারপ্রিন্ট কাজ না করলে কী করবেন
- যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে না
- শীতে বাড়ে খুশকি, দূর করতে করণীয়
- উত্তরে বাড়ছে শীতের তীব্রতা
- বীজসহ আতা খেলে কী কী উপকার হয়, জানেন?
- কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
- প্রস্রাবের ইনফেকশন হলে করণীয়
- গোয়ায় জয়ার সঙ্গী হচ্ছেন মেহজাবীন
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- ড.ইউনুসকে তসলিমা নাসরিনের খোলা চিঠি
- বিশ্ব হার্ট দিবস আজ
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- ‘রিমান্ড’-এ মম
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- স্নাতক পাসে চাকরি দেবে আড়ং
- উর্দু সার্ভিস চালু করতে বাংলাদেশ বেতারে সভা
- সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম: শাবনূর
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- রাজধানীতে স্বস্তির বৃষ্টি
- যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে